নবীনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত
- September 5,2024
- 69 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ ৫/৯/২০২৪ তারিখে নবীনগর প্রেস ক্লাবের সামনে নবীনগর উপজেলা সহ সারা দেশের মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও অন্যান্য শিক্ষকগণকে বল প্রয়োগ করে পদত্যাগ করানো ও বিদ্যালয়ে আসতে বাধা প্রদান এর বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মাধ্যমিক শিক্ষক সমিতির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব মোছামৎ কাউসার বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন
মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন, বাঙ্গরা এম এবাদুল করিম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আমিরুল ইসলাম,রাবেয়া মেমোরিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক আমির ফয়সাল, সলিমগঞ্জ আব্দুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আহাম্মদ আলী, জিনদপুর স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সাদেক, শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক হোসাইন কবির, কালঘড়া হাফিজুল্লাহ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইয়ার হুসেন, বিটঘর রাধানাথ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শাহজাহান কবির, ইব্রাহিমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর জাকির হোসেন, সাতগাঁও স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাদির, ভোলাচং উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক প্রার্থ পাল, সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমতিয়াজ বেগ ইমন। এছাড়াও অন্যান্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টার নিকট স্মারক লিপি প্রদান করেন, স্মারকলিপি হাতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম বলেন আমি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব।