নবীনগরে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা যুবলীগ,ছাত্রলীগ ও কৃষকলীগে’র নেতাকর্মীরা।

রবিবার জিনদপুর ইউনিয়নের মেরকোটা এলাকার চাষি আব্দুস সালামের প্রায় এক একর জমির ধান কেটে করে ঘরে তুলে দিয়েছেন নেতাকর্মী।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব লীগের সাবেক সহ সম্পাদক আলামিনুল হক আলামিন,উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম,নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও নবীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মানবিক নেতা মোঃ পারভেজ হোসেনউপজেলা যুবলীগের সদস্য শাহরীয়ার আনিস,যুবলীগ নেতা আব্দুল্লাহ আাল মাহফুস লাউরফতেহপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ মজনু রানা,উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ কাউছার আলম,দক্ষিন বাঙ্গরা থানা ছাত্রলীগের আহবায়ক সদস্য মাহমুদুল হাসান সোহাগ প্রমুখ।

যুবলীগ সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ের প্রান্তিক কৃষক,যারা শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছেন না,সেসব কৃষক বাছাইয়ের মাধ্যমে পর্যায়ক্রমে তাদের ধান কেটে দেয়া হবে।

যুবলীগের সাবেক সহ সম্পাদক আলামিনুল হক আলামিন বলেন, কৃষক কষ্ট করে ধান কাটে ও ঘাম ঝরিয়ে সেই ধানগুলোকে আগলে রেখে অন্নের জোগান দেয়।

তাই কৃষকের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর আহ্বানে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।