৩২ লাখ টাকা হতদরিদ্রদের মাঝে উপহার হিসেবে দিলেন এমপি এবাদুল করিম বুলবুল
- May 12,2020
- 1659 views
স্টাফ রিপোর্টারঃ
ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল নিজ এলাকার হতদরিদ্র অসহায় লোকজনকে নগদ ৩২ লাখ টাকা উপহার দিয়েছেন।
সোমবার গ্রামের বাড়িতে তিনি স্থানীয় অসহায় ও দরিদ্রদের মাঝে মাথাপিছু তিন হাজার টাকা করে বিতরণ করেন।
সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বিকন গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক।
তিনি প্রতিবছর ঈদকে সামনে রেখে গ্রামের বাড়ির নবীনগরের বাড়াইলে যান। সেখানে এলাকাবাসীকে নানাভাবে সহায়তা করেন। তারই ধারাবাহিকতায় সোমবার সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মাঝে নগদ ৩ হাজার টাকা করে তিনি বিলি করেন।
অর্থ সহায়তাকালে উপস্থিত ছিলেন নবীনগর থানার ওসি রনোজিত রায়, সলিমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাইনুল শিকদার, মোশারফ হোসেন, চেয়ারম্যান খোরশেদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।