নবীনগরে পল্লী বিদ্যুতের ডিজিএম এর দুর্নীতির অভিযোগে মানববন্ধন স্থানীয় গ্রাহকদের

মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে পল্লী বিদ্যুতের দুর্নীতি ও মনগড়া সিদ্ধান্তে গ্রাহকরা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।
(৪ সেপ্টেম্বর) বুধবার দুপুরে নবীনগর পল্লী বিদ্যুত জোনাল অফিসের সামনে এসে মানববন্ধন করেছে ছাত্র-জনতা সহ শতাধিক গ্রাহক। এ সময় বিক্ষুব্ধ জনতা জোনাল অফিসের ম্যানেজার (ডিজিএম) আসাদুজ্জামান ভূঁইয়ার সম্মুখে তার বিভিন্ন দুর্নীতির অভিযোগ উত্থাপন করে এ কর্মকর্তার পদত্যাগের দাবি করেন। অভিযোগকারী একাধিক ব্যক্তি বলেন, নির্মাণ ও মাদার মিটারের নামে লক্ষ লক্ষ টাকা ঘুষ বাণিজ্য করছেন ডিজিএম আসাদুজ্জামান ভূঁইয়া। একটি প্রতিষ্ঠানের প্রধান হয়ে এভাবে প্রকাশ্যে ঘুষ নিলে প্রতিষ্ঠানটি কিভাবে সঠিক চলবে বলে প্রশ্ন রাখেন গ্রাহকেরা?মনগড়া বিদ্যুৎ বিল,অতিরিক্ত লোডশেডিং, নতুন মিটার আনতে গেলে কতিপয় সাংবাদিকের নাম ব্যবহার করে দালাল চক্রের হয়রানি হতে হয়। পরে আন্দোলনকারীরা আগামী রবিবার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিবে মর্মে উক্ত স্থান ত্যাগ করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার সর্বমোট প্রায়(১৫০০০০) এক লক্ষ পঞ্চাশ হাজার গ্রাহক রয়েছে। এখানে বিদ্যুতের চাহিদা আছে ২৮ আটাইষ মেগাওয়াট কিন্তু জাতীয় গ্রিটে নবীনগরে পাচ্ছে ৮ আঁট মেগাওয়াট।

এ সকল অভিযোগের জবাবে নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ম্যানেজার (ডিজিএম) আসাদুজ্জামান ভূঁইয়ার বলেন, আমরা গ্রাহকদেরকে যথাযথ সেবা দিচ্ছি। প্রমাণ ছাড়া মিথ্যা অভিযোগ এগুলা।উপযুক্ত প্রমাণ দিতে বলেন আমার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে।