নবীনগরে বাল্য বিবাহ বন্ধে কঠোর অবস্থানে ইউএনও
- September 17,2023
- 196 views
মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ ১৭/০৯/২০২৩ খ্রি. তারিখ নবীনগর পৌরসভার ৯নং ওয়ার্ডের ভোলাচং উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত নবম শ্রেণির এক শিক্ষার্থীর বাল্য বিবাহের ঘটনায় বর- কনে উভয়পক্ষকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বর এবং কনে উভয়পক্ষ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। দুপুরে ভোলাচং উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তারের বাল্য বিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হন।
ঘটনাস্থলে পৌঁছে নির্বাহী কর্মকর্তা জানতে পারেন ধর্মীয় রীতিতে বিয়ে পড়ানো হয়ে গেছে। কিন্তু নবম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তারের বয়স মাত্র ১৫ বছর ১৬দিন। যা বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট বর ও কনে উভয়ে অপরাধ স্বীকার করায় উভয়পক্ষের অভিভাবকদের ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়৷ এছাড়া মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে নিজ পরিবারের সঙ্গে রাখবে সে মর্মে মুচলেকা প্রদান করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট জানতে যাওয়া হলে তিনি বলেন বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ অনুযায়ী ছেলে ও মেয়ে উভয়পক্ষের অভিভাবকদের জরিমানা করা হয় এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ে যেন বাবা-মায়ের সাথে থাকে তার জন্য মুচলেকা নেওয়া হয়। উল্লেখ্য যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যোগদানের পর থেকেই বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন।