নবীনগরে কালঘড়া গ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ( ২ টি রাস্তা ও একটি ওয়াশ ব্লক)উদ্ভোধন

মলয়া ডেস্ক-

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক দিন ব্যাপী কালঘড়া গ্রামের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ( ২ টি রাস্তা ও একটি ওয়াশ ব্লক)উদ্ভোধন করেন। কালঘড়া হাফিজউল্লাহ উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ ও ডিজিটাল প্রজেক্টর বিতরন শেষে স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। কালঘড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে অংশগ্রহন ও ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ওসমান হারুনী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, স্বাগত বক্তব্য প্রদান করেন স্কুলের প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনির হোসেন, কুমিল্লা সদর আদর্শ উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বুলবুল সরকার, নারায়ণপুর ডিএস কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রফিকুল ইসলাম , সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, কালঘড়ি হাফিজুল্লাহ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ইয়ার হোসেন,সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন শিপন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ, কালঘড়া হাফিজুল্লাহ উচ্চ বিদ্যালয় এর পরিচালনা কমিটির বিদ্যুৎসাহি সদস্য ও মাদকমুক্ত নবীনগর চাই এর সভাপতি মোঃ আবু কাওসার, আওয়ামীলীগ নেতা নুরুল হক, মাহবুবুর রহমান, আজিজুর রহমান রাসেল, কালঘড়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা কমিটির সভাপতি শাহজাহান মিয়া, বিশিষ্ট সমাজসেবক শফিউল আলম সবুজ, ৩ নং ওয়ার্ড মেম্বার মামুন মিয়া, সাবেক মেম্বার আবুল কালাম আজাদ, কালঘড়া হাফিজুল্লাহ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কামাল সরকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গ্রামের উন্নয়নের জন্য সর্বাত্মক ভূমিকা রাখায় অনুষ্ঠান শেষে সম্মিলিতভাবে কালঘড়া যুব সমাজ কল্যাণ সংগঠন,কালঘড়া গ্রামবাসী,কালঘড়া ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।