নবীনগরে বিট পুলিশিং ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের ৩ নং ওয়ার্ডের বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা এসআই মোঃ বাছির মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার। যুবলীগ নেতা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুর রহমান, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোঃ মোঃ আবু কাওছার, শ্রীকাইল কলেজের সাবেক জি এস আজিজূর রহমান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সাংবাদিক সুমন আহমেদ মাস্টার, বিশিষ্ট সমাজ সেবক শফিউল আলম সবুজ, ৩ নং ওয়ার্ড মেম্বার মামুন মিয়া, ১ নং ওয়ার্ড মেম্বার  সাদেক মিয়া, সাবেক ওয়ার্ড নাম্বার আবুল কালাম, কালঘড়া হাফিজ উল্লাহ উচ্চ বিদ্যালয় এর অভিভাবক সদস্য কামাল সরকার, সাবেক ছাত্রনেতা আবু কাউসার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইদানিং কালে গ্রামে চুরি এবং ইভটিজিং এর বিষয়ে মাদক সেবীদেরকে দায়ী করে বলেন যারা মাদক সেবন করে টাকার জন্য তারাই সিচকে চুরি করে থাকে এবং বিভিন্ন দোকানে বসে বসে আড্ডা মারে তাই এখন থেকে রাত ৯ টার পরে গ্রামে কোন দোকান খোলা রাখা যাবে না। কোন কারণ ছাড়া রাতের বেলায় সঙ্ঘবদ্ধভাবে চলাফেরা করিলে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে বলে অনুষ্ঠানের প্রধান অতিথি নবীনগর থানার অফিসার ইনচার্জ হুঁশিয়ারি দিয়ে বলেন মাদক এবং চুরি কোন অবস্থাতেই আমরা বরদাস্ত করব না। আমাদের কাছে যদি কোন অভিযোগ আসে আমরা প্রত্যেকেই আইনের আওতায় নিয়ে আসবো, আপনাদের প্রত্যেকের যার যার পরিবারের সন্তানদেরকে দায়িত্ব নিয়ে মাদকের কুফল সম্পর্কে বোঝাবেন এবং সচেতনতা বৃদ্ধি করবেন, আর নতুবা আপনাদেরকে একদিন চোখের পানি ফেলতে হবে । আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত আছি। আমাদেরকে সকল তথ্য অবগত করাবেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন দাঙ্গা নিরসনে নবীনগর একটি মডেল উপজেলা মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ এবাদুল করিম বুলবুল স্যারের সার্বিক তত্ত্বাবধানে দাঙ্গা নিরসন কমিটি প্রশাসনের সাথে সমন্বয় করে যেভাবে কাজ করছে তা নবীনগরের বাহিরে মডেল হিসেবে সকলেই গ্রহণ করছে। এমপি স্যারের কল্যাণে এটা আমাদের একটি প্রাপ্তি।মাদকের চাহিদা কমিয়ে আনার জন্য আমাদের পুলিশ প্রশাসনের পাশাপাশি, সামাজিক সংগঠন মাদকমুক্ত নবীনগর চাই সংগঠন ও কাজ করছে। আপনারা প্রত্যেকে আমাদেরকে যার যার অবস্থা থেকে সহযোগিতা করবেন।