উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওমীলীগকে ক্ষমতায় আনতে হবে - আনিসুল হক এমপি।
- April 27,2023
- 141 views

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আজ ২৭ এপ্রিল দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাকজমকপূর্ণভাবে পালিত হয়। শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আনিসুল হক এমপি। তিনি বলেন- আওয়ামীলীগ ক্ষমতায় এলে দৃশ্যমান উন্নয়ন হয়।আওয়ামীলীগ ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকার কারনে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে।এই ধারাবাহিকতাকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। উন্নত এবং সমৃদ্ধশীল দেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই আপনারা সকলে আওয়ামী লীগ প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন। এই বছরের শেষ দিকে অথবা আগামী বছর জানুয়ারি প্রথম দিকে জাতীয় নির্বাচনে আপনারা বুলবুল ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য-২৪৭, ব্রাহ্মণবাড়িয়া-৫(নবীনগর), ও সদস্য তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটি মোহাম্মদ এবাদুল করিম বুলবুল, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, আখাউড়া এবং কসবার পৌরসভার মেয়র, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দিন, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত কুমার দেব, কাজী ইয়াবের হাসান জামিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, সহ উপ প্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র পিন্টু, সভাপতিত্ব করেন, ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসীন।
