নবীনগরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে বীর মুক্তিযোদ্ধার জানাজার নামাজ অনুষ্ঠিত

মলয়া ডেস্ক-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতিসন্তান, একজন সৎ নিষ্ঠাবান মানুষ হিসেবে যিনি সর্বমহলে প্রশংসিত ছিলেন,ঢাকাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি
বাংলাদেশ জনশক্তি রপ্তানি উন্নয়ন ব্যুরো'র সাবেক মহা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান (পরশ) ঢাকা একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ সোমবার দুপুর ২ ঘটিকা সময় নুরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুম বীর মুক্তিযোদ্ধার জানাজার নামাজে উপস্থিত ছিলেন নবীনগরের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল  সিদ্দিক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, জেলা পরিষদ সদস্য মোঃ নাসির উদ্দিন, নবীনগর থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, কার্যকরী সদস্য সাইফুল রহমান সোহেল সহ এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ, স্কুল-কলেজের শিক্ষক মন্ডলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ অসংখ্য গুণগ্রাহী জানাজায় উপস্থিত ছিলেন। মরহুমের মৃত্যুতে নবীনগরের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল গভীর শোক প্রকাশ করে  বলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের মৃত্যুতে  আমি  গভীর ভাবে শোকাহত।
আমি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের সলিমগঞ্জ ডিগ্রী কলেজ যখন প্রতিষ্ঠা লাভ করে তখন থেকেই মরহুম বীর মুক্তিযোদ্ধা  মাহবুবুর রহমানের সাথে আমার একটি ভাল সম্পর্ক তৈরি হয়। ওনার মৃত্যুর আগ পর্যন্ত  আমার কাছে যা কিছু উপস্থাপন করেছে উনি একজন সজ্জন, সৎ, কর্মনিষ্ঠ মানুষ হিসেবে আমি অগ্রাদিকার ভিত্তিতে সকল কিছু পূরণ করে দেওয়ার চেষ্টা করেছি। আজ উনি আমাদের মাঝে নেই আপনারা সকলেই মরহুমের জন্য দোয়া করবেন যাতে পরকালে মহান আল্লাহ পাক মরহুমকে বেহেস্তের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেন । মরহুমের পরিবারের জন্য দোয়া করবেন যাহাতে সবাই এই শোক কাটিয়ে উঠতে পারেন।আমিন