নবীনগরে দেবরের দেওয়া পেট্রোল এর আগুনে মৃত্যুর সাথে পাঞ্জালরে ভাবির মৃত্যু


 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত রোববার জেলার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামের মো. জাকারিয়ার স্ত্রী লতিফাকে (৪০) শারীরিক নির্যাতন করে এক পর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় দেবর জালাল (৩৫) পিতা জিন্নাত আলী। সেই লতিফা ঢাকা মেডিকেল র্বাণ ইউনিটে লাইফ সাপোর্টে  শ্বাসনালীসহ লতিফার শরীরের ৫৫% পুড়ে গেলে মৃত্যুর সাথে পাঞ্জালরে আজ বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। লতিফার স্বামি জাকারিয়ার এই ঘটনায় ঘাতক ভাইয়ের বিচারে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন । লতিফার পরিবার জানিয়েছে এই ঘটনায় লতিফার বড় ভাই তকি সরকার বাদী হয়ে গত 
সোমবার রাতে নবীনগর থানায় ৩২৬ ও ৩০৭ ধারায়মামলা করেন, মামলা নং ১৭। লতিফার পরিবার এই বিষয়ে ঘাতক জালালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন। মামলার বাদি তকি সরকার বলেন আমার বোনের মত যাতে এরকম আর কোন বোনের করুন মৃত্যু না হয় সেজন্য এই ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এই ঘটনার পর থেকে জালাল পলাতক রয়েছেন। এ বিষয়ে লতিফার মামলার দায়িত্বপ্রাপ্ত এসআই মোঃ বাসির মিয়া বলেন আসামে কি ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, আসামি মোবাইল ব্যবহার করে তাকে ধরতে আমাদের  কষ্ট হচ্ছে আমরা আশাবাদী অতি তাড়াতাড়ি আমরা আসামিকে গ্রেফতার করতে পারব ‌। লতিফা রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের হেলাল সরকারের বড় মেয়ে।