নবীনগরে দেবরের দেওয়া পেট্রোলের আগুনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এক নারী
- March 20,2023
- 87 views

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত রোববার (১৯/০৩/২০২৩) জেলার নবীনগর উপজেলার রছুল্লাবাদ ইউনিয়নের উত্তর দাররা গ্রামের মো. জাকারিয়ার স্ত্রী লতিফাকে (৪০) শারীরিক নির্যাতন করে এক পর্যায়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়, দেবর জালাল (৩৫) পিতা জিন্নাত আলী।
লতিফার পরিবারের সদস্যরা জানান পাড়াপ্রতিবেশিরা তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় স্থানীয় রছুল্লাবাদ পঙ্গু হাসপাতালে নিলে অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল র্বাণ ইউনিটে লাইফ সাপোর্টে আছে। শ্বাসনালীসহ লতিফার শরীরের ৫৫% পুড়ে গেছে। লতিফার স্বামি জাকারিয়ার দাবি ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। এই ঘটনায় ঘাতক ভাইয়ের বিচারেরও দাবি জানিয়েছেন তিনি। এর আগেও কয়েকদফা তার জাকারিয়ার স্ত্রীর উপর নির্যাতন চালিয়েছিলো তখন জাকারিয়া বিদেশে অবস্থান করেছিলেন। লতিফার পরিবার জানিয়েছে এই ঘটনায় মামলা করা হবে। আগে তারা গুরুত্ব দিচ্ছেন যে কোন মূল্যে লতিফাকে সুস্থ করে তোলার উপর। এই ঘটনার পর থেকে জালাল পলাতক আছে বলে জানা গেছে। লতিফা রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামের হেলাল সরকারের বড় মেয়ে।
