নবীনগরে গুঞ্জনে ৯বম বারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত
- January 27,2023
- 101 views

মলয়া ডেস্ক-
মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট এর সহযোগিতায় গুঞ্জন পাঠাগারে পিঠা উৎসব আজ শুক্রবার বিকালে পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পিঠা পুলি বাঙালির ইতিহাস, ঐতিহ্যের ধারক ও বাহক। গ্রাম বাংলার পৌষ পাবনে প্রতি ঘরে ঘরে খুশির আমেজে মা-বোনেরা তৈরি করে থাকে বিভিন্ন হরেক রকম সুস্বাদু রসালো পিঠা পুলি যা আজ ও গ্রাম বাংলার ঐতিহ্যকে রক্ষা করে চলেছে, সেই ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যতিক্রমধর্মী পাঠাগার গুঞ্জন গুঞ্জন পাঠাগার। উক্ত পাঠাগারে বিভিন্ন এলাকা থেকে ছাত্রছাত্রী এবং সকল বয়সের মানুষরা এসে জ্ঞান আহরণ করে, সে গুঞ্জন পাঠাগার কর্তৃক প্রতি বছরের ন্যায় বাৎসরিক পিঠা উৎসব আনন্দঘন পরিবেশে নিজস্ব কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। উক্ত পিটা উৎসবে মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল করামুল সিদ্দিক, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সহকারী ম্যানেজার অরুপ চন্দ্র ঘোষ, মহিলা কলেজের সহকারী অধ্যাপক শুক্লা রানী, নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম বিকন ফার্মাসিটিক্যাল ম্যানেজার এইচ আর এডমিন রিফাতুল হক, ব্যারিস্টার আশরাফ রহমান, প্রেস ক্লাবে সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ আবু কাওসার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এটিএম রেজাউল করিম সবুজ নেতা ও মরহুম জহিরুল হক খসরু মাস্টার চ্যারিট্যাবল ট্রাস্টের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, সাবেক ছাত্রনেতা জামাল হোসেন পান্না, প্রেসক্লাবের কার্যকরী সদস্য পিয়াল হাসান রিয়াজ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সকল অথিতিগন এত সুন্দর আয়োজন করার জন্য গুঞ্জন পাঠাগারের স্বপ্ন দ্রষ্টা স্বপন মিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।
